ট্রাম্পও তাকিয়ে ‘হাউডি মোদি’ সভার দিকে

22 সেপ্টেম্বর। হিউস্টন। ভারতীয় বংশোদ্ভূত প্রায় 50 হাজার আমেরিকানদের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির অনুরোধ রেখে সেই সভায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। ট্রাম্প কথা দেওয়ায় যার পর নাই খুশি মোদি। এবার খুশির কথা ব্যক্ত করলেন ট্রাম্পও। হোয়াইট হাউস বলেছে, ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় করার এটা আর একটা বড় সুযোগ।

আসলে দুই দেশের কাছেই এই ‘হাউডি মোদি’ সভা গুরুত্বপূর্ণ। আগামী বছর মার্কিন দেশে প্রেসিডেন্ট ভোট। সেই ভোটে ভারতীয় বংশোদ্ভূতদের ভোট দরকার ট্রাম্পের। আবার ভারতের যেমন বানিজ্য-বন্ধুত্ব দরকার। পাশাপাশি কাশ্মীর প্রশ্নে দরকার মার্কিন সমর্থন। মোদির সঙ্গে সভা শেষ করেই ট্রাম্প যাবেন রাষ্ট্র সংঘের সভায়। সেখানে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হতে পারে। ফলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ভারতের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-জেলা জজ কোর্ট রাজীবের মামলা নিল, আজই শুনানি

 

Previous articleজেলা জজ কোর্ট রাজীবের মামলা নিল, আজই শুনানি
Next articleকালো কাপড়ে মুখ ঢেকে ফিরলেন ইরফান