জলবায়ু পরিবর্তন থেকে বাঁচতে গাছ লাগান, কেন এমন বলছেন বাংলাদেশের যুবক?

জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার উপায় কী? আপনার জানা আছে? বাংলাদেশের এক যুবক কিন্তু বলছেন, তা হল গাছ রোপন। একেই হাতিয়ার করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন ঢাকার যুবক জুবায়ের আল মাহমুদ।

‘এক দিনের টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ রোপন’ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। ভালোই সাড়া পাচ্ছেন। বাংলাদেশের বহু স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে প্রায় নিয়ম করে।
2015 সালে জুবায়ের এই আন্দোলন শুরু করেন। গত চার বছরে সারা দেশের 750 টি স্কুলের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছে এই আন্দোলনে। এখন পর্যন্ত সাড়ে তিন লাখ গাছ রোপন করা সম্ভব হয়েছে।
সোমবার এমনই এক অনুষ্ঠানে রাজশাহির বাঘা ও চারঘাট উপজেলার শিক্ষার্থীরা নিজেদের টিফিনের পয়সায় এক লক্ষ পাঁচ হাজার গাছ রোপন করেছে।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleব্যাপকহারে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!