স্থগিত রাজীব কুমারের আগাম জামিন মামলার রায়

স্থগিত রইল রাজীব কুমার আগাম জামিন মামলার রায়। মঙ্গলবার, বেলা দুটোর পরে বারাসত আদালতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আগাম জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছিল। অল্প সময়েই বলতে পেরেছিলেন রাজীব কুমারের আইনজীবী গোপাল হালদার। এরপরেই পালটা সওয়াল শুরু করেন সিবিআইয়ের আইনজীবী। দীর্ঘক্ষণ নিজের নথি পেশ করেন তিনি। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, সারদাকাণ্ডে বিধান নগর কমিশনারেটের পুলিশ আধিকারিক অর্ণব ঘোষকে সামনে রেখে রাজীব কুমারই তদন্ত চালিয়েছেন। দু পক্ষের শুনানি পরে বিচারক এই মামলার রায়দান আপাতত স্থগিত বলে জানিয়ে আদালত ছাড়েন। কবে রায়দান হবে, সে বিষয়েও কিছু জানাননি বিচারক।

আরও পড়ুন-খবরে থাকতে মোদির জন্মদিনের যজ্ঞে!