সারদার মূল মামলা ফিরছে বারাসাত থেকে আলিপুরে

সারদাতদন্তে সিবিআইয়ের আর সি 4 মামলাটি বারাসতের বিশেষ আদালত থেকে ফিরছে আলিপুর আদালতে। মঙ্গলবার সকালেই এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। রাতের খবর 48 ঘন্টার মধ্যেই আলিপুর এসিজেএম কোর্টে ফিরছে মামলার নথি। তদন্ত সংক্রান্ত জরুরি কিছু ক্ষমতা বিশেষ আদালতের কাছে নেই, সেই যুক্তিতেই ফিরছে মামলা। বিশেষ আদালত গঠনের এতদিন পর এই এক্তিয়ারজনিত জটিলতা সামনে এল কেন, তা নিয়ে কৌতূহল একাধিক মহলে। তবে এজলাসেই বিষয়টি বুঝিয়ে বলেন বিচারক।

Previous articleআগাম জামিনের রায় স্থগিত, ফের রাজীব কুমার কে হেফাজতে চাইল সিবিআই
Next articleবিশেষ আদালত নিয়ে তীব্র জটিলতা, MP MLA মামলা কোন্ পথে?