প্রশ্ন ফাঁস রুখতে মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা সুরক্ষিত করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ !

পরীক্ষার হলে মোবাইলের ব্যবহার বন্ধ করতে এবার শপিং মল-মেট্রোর হাইসিকিওরিটি জোনের মতো মেটাল ডিটেক্টর ব্যবহারের ভাবনা ৷ ষআগামী শিক্ষাবর্ষেই এই পদ্ধতি ব্যবহারের ইঙ্গিত দিয়েছ রাজ্য শিক্ষা দফতর ৷

গত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে ৷ যদিও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে চলতি বছরে সম্পূর্ণভাবে পরীক্ষা হল ও স্কুলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মোবাইলের ব্যবহার ৷ এমনকি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ কিন্তু তাতেও হয়নি শেষরক্ষা ৷ তাই এবার নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না পর্ষদ ৷ হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করার কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দফতর ৷

Previous articleব্যাপকহারে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
Next articleগান্ধিগিরিতে নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন!