কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রির কারবার বারুইপুরে! ধৃত 2

দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কাপড়ের ব্যবসার আড়ালেই রমরমিয়ে চলছিল অস্ত্র বিক্রির কারবার। আজ মঙ্গলবার সেইরকমই এক কাপড়ের পুঁটলি থেকে অস্ত্র উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় এক অস্ত্র কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি, ওই একই কারণে জয়নগর থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলেই পরিচিতি। ধৃতের নাম পাপ্পু মজুমদার।

জানা গিয়েছে, আজ কাপড়ের পুঁটলিতে কাপড়ের খাঁজে করেই অস্ত্র নিয়ে ট্রেনে হকারি করতে করতে সূর্যপুর স্টেশনে আসে হায়দর আলি (35) নামক এক যুবক। সে মেটিয়াবুরুজের বাসিন্দা বলে জানা গিয়েছে। হায়দার সূর্যপুর থেকে অটো করে মঙ্গলবার দুপুরে বারুইপুরের কুমোরহাটে যেতেই ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তাকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় বিহারের মুঙ্গের থেকে আসা 40 রাউন্ড তাজা কার্তুজ, 5টি ওয়ান শাটার ও একটি মোবাইল। বছর তিনেক ধরে হায়দর কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রির কারবার করছে বলে জানতে পেরেছে পুলিশ।

হায়দর ও পাপ্পু দু’জনকেই বুধবার বারুইপুর আদালতে তোলা হবে।

Previous articleসেচের খালে ছাত্রের দেহ, খুন? নজরে বন্ধুরা
Next articleবিজেপিকে আটকাতে মাওবাদীদের নামাচ্ছে!