Thursday, November 20, 2025

রাতভর বৈঠকের পর আলিপুর আদালতে আসতে পারে CBI, তৈরি রাজীব শিবিরও

Date:

মঙ্গলবার বারাসত আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সারদা সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত কোনো কিছুর শুনানি তাদের এক্তিয়ারে নেই। সিবিআই সূত্রে খবর, এরপরই রাতভোর বৈঠক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যতদূর জানা যাচ্ছে, আজ বুধবার আলিপুর আদালতে আসতে পারে সিবিআইয়ের আইনজীবী এক প্রতিনিধি দল। পাশাপাশি এও জানা যাচ্ছে রাজীব কুমারের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন আলিপুর এসিজেএম আদালতে।

মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা বারাসাত আদালতে সওয়াল-জবাব চলে। তারপরই আগাম জামিনের আর্জি ফিরিয়ে বিচারক বলেন, এই মামলা দক্ষিণ 24 পরগনার অধীন। বারাসাত কোর্টের এক্তিয়ার নেই এনিয়ে রায় দেওয়ার। সিবিআই এবং রাজীব কুমার দুই তরফের মামলাকে আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কেস ডিটেলস এখনও বারাসাত আদালতে থাকায় সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, সারদা তদন্তে সিবিআইয়ের আর সি 4 মামলাটি বারাসতের বিশেষ আদালত থেকে ফিরছে আলিপুর আদালতে। মঙ্গলবার সকালেই এই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। রাতের খবর 48 ঘন্টার মধ্যেই আলিপুর এসিজেএম কোর্টে ফিরছে মামলার নথি। তদন্ত সংক্রান্ত জরুরি কিছু ক্ষমতা বিশেষ আদালতের কাছে নেই, সেই যুক্তিতেই ফিরছে মামলা। বিশেষ আদালত গঠনের এতদিন পর এই এক্তিয়ারজনিত জটিলতা সামনে এল কেন, তা নিয়ে কৌতূহল একাধিক মহলে। তবে এজলাসেই বিষয়টি বুঝিয়ে বলেন বিচারক।

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...
Exit mobile version