এবার ভলিবলের কোচিংয়েও ময়দানের বাবলুদা

ফুটবল অনেক হলো।
এবার ভলিবলের সঙ্গে যুক্ত হতে চলেছেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য।
বাংলার ক্রীড়ামহলে ‘বাবলুদা’ নামেই তাঁর বেশি পরিচিতি। আজ বুধবার থেকে কলকাতা ভলিবলের দলবদল শুরু হচ্ছে। আর সেখানেই চমক দিতে চলেছে গড়িয়ার যাত্রা শুরু সঙ্ঘ। ক্লাবের তরফে জানানো হয়েছে, দলবদলের প্রথম দিনেই তাঁরা ময়দানের রাজ্য ভলিবল সংস্থার তাঁবুতে আনছেন সুব্রত ভট্টাচার্যকে। সঙ্গে থাকবেন বাংলার ভলিবলের নামী মুখ সমীর রায়। ক্লাব কর্তাদের লক্ষ্য, সুব্রতকে তাঁদের ভলিবল ক্লাবের আজীবন সদস্য পদ দিয়ে টিমের সঙ্গে রাখা হবে। ভলিবলারদের ভোকাল টনিক দেওয়ার পাশাপাশি ফিটনেসের বিষয়টিও দেখবেন সুব্রত। যাত্রা শুরু সঙ্ঘ এ বার রাজ্যের অনেক নামী তারকাকেই সই করাতে চলেছে।