Wednesday, November 5, 2025

রাসেলের পাশে দাঁড়িয়ে ব্যাটারদের ব্যর্থতার কথাই ব্রাভোর মুখে

Date:

আন্দ্রে রাসেলকে(Andre Russell) আড়াল করতে গিয়ে নাইট শিবিরের(KKR) ব্যটারদের দিকে আঙুল তুলছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)? ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারের পর চিত্রটা তো অন্তত তেমনই। চলতি মরসুমে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি আন্দ্রে রাসেলকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যে সময় রাসেলকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের(KKR)। সেই সময়ই ব্যর্থ তিনি। সেইসঙ্গে রাসেলের স্লো ইনিংস। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন রাসেলের সমালোচনা শুরু হয়েছে। তেমনই প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখেও রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন।

আর সেই অবস্থাতেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন ডোয়েন ব্রাভো। আন্দ্রে রাসেলের(Andre Russell) পাশে দাঁড়ানোর পাশাপাশি নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন তিনি। তাঁর মতে শুধুমাত্র রাসেল নয়। কলকাতা নাইট রাইডার্সের গোটা ব্যাটিং লাইনআপই খারাপ পারফরম্যান্স করছেন। বিশেষ করে তাদের টপ অর্ডার। চলতি আইপিএলের মঞ্চে বারবারই স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে রাসেলকে। সেটা খুব একটা বড় সমস্যা নয় বলেই মনে করছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)।

ম্যাচ শেষে ডোয়েন ব্রাভো(Dwayne Bravo) জানিয়ছিলেন, “আন্দ্রে রাসেল একজন অভিজ্ঞ এবং সফল ক্রিকেটার। হ্যাঁ কয়েকটি ম্যাচে তিনি স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলতে পারছেন না। বিশেষ করে লেগ স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। তবে আমার মনে হয় দল হিসাবে আমরা একেবারেই ভাল ব্যাটিং করতে পারছি না। এটাই বাস্তব। রাসেল একাই সমস্যায় নেই। আমাদের একটা দল হয়ে সকলের পাশে সকলকে দাঁড়াতে হবে। আইপিএল অত্যন্ত কঠিন একটা প্রতিযোগিতা। সেখানে আমাদের আরও ভালভাবে প্রস্তুত হতে হবে। যদি শুরুটা ভালভাবে না হয়, তবে ব্যাটাররা একসময় আত্মবিশ্বাস হারিয়েই ফেলবে”।

চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে আন্দ্রে রাসেলের(Andre Russell)। কিন্তু রান করেছেন এখনও পর্যন্ত মাত্র ৫৫। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২১ রানটাই এখনও পর্যন্ত এবারের আইপিএলে রাসেলের সর্বোচ্চ রান। গত ম্যাচে কুইন্টন ডিকক-কে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাসেল ব্যর্থ হলেও তাঁকেই খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাসেলকে ঘিরে প্রশ্ন কিন্তু ক্রমশই বাড়তে শুরু করেছে।

Related articles

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...
Exit mobile version