Monday, November 10, 2025

দল গঠন নিয়ে আগামী বৃহস্পতিবার ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে অস্কার ব্রুজোঁ

Date:

মরসুম শেষ। আইএসএল থেকে সুপার কাপ(Super Cup)। চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আগামী বৃহস্পতিবারই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবেন অস্কতার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেখানেই আগামী মরসুমের দল গঠন নিয়ে আলোচনা সারবেন তারা। একইসঙ্গে আগামী মরসুমের জন্য যাদের যাদের রাখা হবে না সেটা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। হেক্টর ইউস্তে(Hector Yuste) ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বিদেশিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যেতে পারে বৃহস্পতিবারের বৈঠকে।

সুপার কাপের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রীভাবে হেরেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেই ম্যাচে হারের পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয় সেই ম্যাচ শেষে কোচও আর নিজের ক্ষোভ ধরে রাখতে পারননি। ইস্টবেঙ্গলের ফুটবলাররা যে মানসিকভাবে সঠিক জায়গায় নেই সেই কথাই ম্যাচ শেষে জানিয়েছিলেন অস্কার। এখন থেকেই আগামী মরসুমের দল গঠনের দিকে নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের।

ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হয়ে এবারই এসেছেন থংবোই সিংটো(Thongboi Singto)। লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে ইতিমধ্যে নিজের কাজও শুরু করে দিয়েছেন তিনি। সুপার কাপের জন্য ওড়িশা গিয়েছিলেন থংবোই। শোনা যাচ্ছে দলের সঙ্গে নাকি তিনি ফেরেননি। সেখানে নতুন কোনও ফুটবলারের সঙ্গে কথাবার্তা হচ্ছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আগামী বৃহস্পতিবার সেইসব নিয়েই থংবোই সহ ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবেন অস্কার ব্রুজেোঁ(Oscar Bruzon)। কোন কোন ফুটবলার তিনি এবার চাইছেন সেটা যেমন জানাবেন। তেমনই কাদের ছড়ে দিতে চাইছেন সেটাও জানাতে পারেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। একটানা এমন হারের পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও দলের পারফর্ম্যান্সে বেশ ক্ষুব্ধ। হেক্টর তো ইতিমধ্যেই চলে গিয়েছেন।

মেসির সঙ্গে যে চুক্তিতে যে শর্ত ছিল, সেটা তিনি পূরণ করতে পারেননি। অর্থাৎ আগামী মরসুমে মেসিকে লাল-হলুদ জার্সিতে দেখতে না পাওয়া গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। শোনা যাচ্ছে সেলিসকেও ছেড়ে দেওয়া হতে পারে।

এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দল নিয়ে চলছে নানান জল্পনা। আগামী বৃহস্পতিবারের দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন সকলে। সেখানেই কী সিদ্ধান্ত হয় সেটা তো সময়ই বলবে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version