Friday, July 4, 2025

নাম সরানোর নির্দেশ আজহারের, পাল্টা আদালতের হুঁশিয়ারি প্রাক্তন অধিনায়কের

Date:

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আবার বিতর্কে মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এইচসিএ গ্যালারী স্ট্যান্ড থেকে আজহারের নাম সরানোর নির্দেশ ওম্বুডসম্যানের(Ombudsman)। আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম করা হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। সেখানেই যত গোলমাল। তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে এবার। যদিও আজহার সেই অভোযোগ মানতে নারাজ।

গত ২০১৯ সালে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়নের নামকরণ হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। তার আগে সেটা ছিল ভিভিএস লক্ষ্মণের নামে। অ্যাপেক্স কাউন্সিলেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন এইচসিএ(HCA) সভাপতি মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হন অন্যান্য কয়েকজন কর্তারা। অবশেষে ওম্বুডসম্যানের নির্দেশ।

যদিও সেই নির্দেশ মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি তিনি ওম্বুডসম্যানের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন এবার। ২০১৯ সালে অ্যাপেক্স কাউন্সিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেই থেকেই সূত্রপাত গন্ডোগোলের।

কারণ নিয়ম অনুযায়ী অ্যাপেক্স কাউন্সিলের সঙ্গে জড়িত কোনও সদস্য নিজেদের স্বার্থরক্ষা হয় এমন কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না । মহম্মদ আজহারউদ্দিন সেই নিয়মই ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে এবার। যদিও মহম্মদ আজহারউদ্দিন সেইসব মানতে নারাজ।

তিনি জানিয়েছেন, “কোনওরকম স্বার্থ সংঘাত এখানে হয়নি। যদিও আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। সমগ্র বিশ্ব এই অ্যাসোসিয়েশনকে নিয়ে এবার হাসবে। আমরা অবশ্যই আদালতে যাব, সেখানে আইন মেনেই সবকিছু হবে”।

এইচসিএ বনাম মহম্মদ আজহারউদ্দিন লড়াইটা বেশ ভালভাবেই শুরু হয়েছে। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version