Friday, November 14, 2025

নাম সরানোর নির্দেশ আজহারের, পাল্টা আদালতের হুঁশিয়ারি প্রাক্তন অধিনায়কের

Date:

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আবার বিতর্কে মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এইচসিএ গ্যালারী স্ট্যান্ড থেকে আজহারের নাম সরানোর নির্দেশ ওম্বুডসম্যানের(Ombudsman)। আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম করা হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। সেখানেই যত গোলমাল। তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে এবার। যদিও আজহার সেই অভোযোগ মানতে নারাজ।

গত ২০১৯ সালে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়নের নামকরণ হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। তার আগে সেটা ছিল ভিভিএস লক্ষ্মণের নামে। অ্যাপেক্স কাউন্সিলেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন এইচসিএ(HCA) সভাপতি মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হন অন্যান্য কয়েকজন কর্তারা। অবশেষে ওম্বুডসম্যানের নির্দেশ।

যদিও সেই নির্দেশ মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি তিনি ওম্বুডসম্যানের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন এবার। ২০১৯ সালে অ্যাপেক্স কাউন্সিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেই থেকেই সূত্রপাত গন্ডোগোলের।

কারণ নিয়ম অনুযায়ী অ্যাপেক্স কাউন্সিলের সঙ্গে জড়িত কোনও সদস্য নিজেদের স্বার্থরক্ষা হয় এমন কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না । মহম্মদ আজহারউদ্দিন সেই নিয়মই ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে এবার। যদিও মহম্মদ আজহারউদ্দিন সেইসব মানতে নারাজ।

তিনি জানিয়েছেন, “কোনওরকম স্বার্থ সংঘাত এখানে হয়নি। যদিও আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। সমগ্র বিশ্ব এই অ্যাসোসিয়েশনকে নিয়ে এবার হাসবে। আমরা অবশ্যই আদালতে যাব, সেখানে আইন মেনেই সবকিছু হবে”।

এইচসিএ বনাম মহম্মদ আজহারউদ্দিন লড়াইটা বেশ ভালভাবেই শুরু হয়েছে। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version