Wednesday, November 5, 2025

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের কঠিন সময়ে হাল যেমন ধরেছেন, তেমনই খেলেছেন ২৬৯ রানের এক অনবদ্য ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দূর্ভেদ্য এজবাস্টনে। প্রথম ইনিংসে ভারতের ৫৮৭। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭।

টানা দেড় দিন ব্যাটিং। এজবাস্টনের পিচে এদিন ব্রিটিশ বোলারদের ওপর একা হাতে শাসন করলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। তিনি যখন দ্বিশতরান পূর্ণ করলেন তখন ভারতীয় ড্রেসিংরুম তো বটেই, গোটা এজবাস্টনের দর্শকরা কুর্নিশ জানালেন শুভমন গিলকে (Shubman Gill)। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল গিল এবং জাদেজার পার্টনারশিপটা।

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অল্পের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে গেছেন। কিন্তু যে ইনিংসটা তিনি খেলে গিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। তাঁর যোগ্য সঙ্গতেই যে এদিন ভারতের রানের পাহাড় তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না।

জাদেজা যখন ৮৯ রানে ফিরছেন সেই সময় ভারতের রান ৪১৪। ২০০ রানের ওপর পার্টনারশিপ। এরপর গিলের সঙ্গে ক্রিজে লড়াই শুরু ওয়াশিংটন সুন্দরের। তিনি ৪২ রান করলেও, দীর্ঘক্ষণ ক্রিজে ছিলেন। অবশেষে ২৬৯ রানেই থামেন শুভমন গিল। ভারতের প্রথম ইনিংস শেষ ৫৮৭ রানে।

জবাবে ব্যাটিং করতে ইংল্যান্ড কিন্তু বেশ চাপে। কারণ ৭৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে তারা। দুটো উইকেট একাই তুলে নিয়েছেন আকাশদীপ। আরেকটা উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। দিনের শেষে ইংল্যান্ডের ক্রিজে রয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। তৃতীয় দিন যদি এই দুজন তাড়াতাড়ি ফিরে যান তবে ভারত যে অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...
Exit mobile version