ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে ধর্ষিতা হলেন এক গৃহবধূ। অভিযোগ, মুখ চেপে ধরে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। কোনোরকমে বাড়ি ফিরে পরিবারকে সব জানালে রাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
কসবা কাণ্ড নিয়ে যখন বাংলায় তুমুল প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপি ঠিক তখনই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য ওড়িশার এই নির্মম পরিস্থিতি। মাত্র ১৭ দিনের মাথায় সাতটি আলাদা আলাদা ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে। এর মধ্যে আবার একাধিক গণধর্ষণের ঘটনাও রয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলছে না কেউই। বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ অবধি নীরব।
এই ঘটনা প্রসঙ্গে বৈরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমালা দাস জানান, নির্যাতিতার বিবরণ অনুযায়ী অভিযুক্ত দুই যুবককে শনাক্ত করে ভোরে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা মহিলার পূর্বপরিচিত। ধর্ষণের মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনা নিয়ে গত ১৭ দিনে ওড়িশার চার জেলায় ধর্ষণের অভিযোগ পৌঁছল সাত-এ—যার মধ্যে রয়েছে গঞ্জাম, কেওনঝর ও ময়ূরভঞ্জের একাধিক নৃশংসতা। নারী অধিকার সংগঠনগুলির অভিযোগ, একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকাই প্রশ্নের মুখে।
আরও পড়ুন – তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!
_
_
_
_
_
_
_
_
_
_
_