কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের (TMC) বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই মৃত্যু হয় তার। ঘটনার পরেই তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দোষীদের কড়া পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এক বালিকার মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে সিপিএম। বৃহস্পতিবার, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করাতে তামান্নার পরিবারকে নিয়ে আসা হয়। তবে, পুলিশে আস্থা আছে বলে জানান তমন্নার মা।
কালীগঞ্জে kaliganj ভোটে ৯ বছরের তামান্নার মৃত্যুর পরে ১০ দিন কেটে গিয়েছে। ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতার হয়েছেন ৯ জন। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বালিকার পরিবার। তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, ”হাই কোর্টে এসেছি। আমার ছোট্ট মেয়ে তমন্নাকে মেরে ফেলেছে। মেয়ের জন্য বিচার চাই আমরা।”
এর আগে চাকরিপ্রার্থীদের হয়ে মামলা লড়তে গিয়ে তাঁদের নিয়োগ আটকে, চাকরি বাতিল করিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার আবার তামান্নার পরিবারকে নিয়ে রাজনীতি করতে চাইছে সিপিএম- অভিযওগ বিরোধীদের।
–
–
–
–
–
–
–
–
–