চিনের মন্তব্যে চাপ বাড়ল পাকিস্তানের

কাশ্মীর নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মহলের শরণাপন্ন হচ্ছে । তাদের সব থেকে ঘনিষ্ঠ মিত্রও তাদের পাশে দাঁড়াতে রাজি নয়। কারণ, চিনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন মোদি-ঝিনপিং বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই । এর ফলে পাকিস্তানের ওপরে চাপ আরও বাড়ল বলে মনে করছেন কূটনৈতিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনা প্রেসিডেন্ট শি ঝিনপিং কিছু দিনের মধ্যেই একটি ঘরোয়া বৈঠকে বসতে চলেছেন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেন, “ এটা ঘরোয়া বৈঠক। আমি মনে করি ওঁরা কী আলোচনা করবেন, সেটা ওঁরাই ঠিক করে নেবেন।”