Friday, May 16, 2025

চাপ বাড়াতে রাজীব ও DG-র দেওয়া তথ্য যাচাই করতে নামছে CBI

Date:

Share post:

রাজীব কুমার এবং রাজ্য সরকারের দেওয়া তথ্য CBI যাচাই করতে চাইছে। তথ্য সঠিক না হলে CBI আদালতে তা জানানোর পরিকল্পনা নিয়েছে। রাজীব এবং নবান্নের দেওয়া তথ্য সত্যি প্রমানিত না হলে, আইনি লড়াইয়ে বাড়তি সুবিধা মিলবে মনেই মনে করছেন CBI-আধিকারিকরা।

রাজীব কুমার ই-মেলের মাধ্যমে CBI-কে জানিয়েছেন, তিনি ছুটিতে আছেন। ADG-CID পদমর্যাদার কোনও অফিসার ছুটি নিলেও ছুটি থাকাকালীন নিজের অবস্থান প্রশাসনকে জানাতে হয়। ছুটির জন্য রাজীব কুমার নবান্নে যে আবেদন করেছেন সেখানে ছুটিতে থাকার সময় তাঁর অবস্থান হিসেবে 34 নম্বর পার্কস্ট্রিটকেই দেখিয়েছেন।
ওদিকে CBI রাজ্যের DG-কে রাজীব কুমারের খোঁজ চেয়ে যে চিঠি দিয়েছিলো, তার উত্তরে DG-ও রাজীবের অবস্থান হিসেবে এই একই ঠিকানার কথা উল্লেখ করেছেন।

CBI এবার নিজেরাই খতিয়ে দেখতে চাইছে নবান্নকে নিজের যে ঠিকানা রাজীব দিয়েছেন এবং DG যে ঠিকানা রাজীবের অবস্থান হিসেবে CBI -কে জানিয়েছেন, তা ঠিক, না ভুল।

উল্লেখিত ঠিকানায় অর্থাৎ 34 পার্ক স্ট্রিটে রাজীব কুমার আছেন কি’না তা CBI সরেজমিনে দেখবে। যদি রাজীব থাকেন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে CBI হেফাজতে নেবে। আর যদি ওই ঠিকানায় রাজীবকে পাওয়া না যায়, তাহলে নবান্নকে রাজীব কুমার অসত্য কথা বলেছেন প্রমান হবে। আবার DG যে ঠিকানা CBI-কে দিয়েছে, সেখানে ওই পুলিশকর্তাকে না পাওয়া গেলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে CBI-কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনবে। একইসঙ্গে একইভাবে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হবে DG-র বিরুদ্ধেও।

ওদিকে শেষ খবর, রাজীবকে ধরতে CBI-এর বিশেষ দল রাজীব কুমারের বাড়ির দিকে গিয়েছে।
CBI দেখে নিতে চাইছে রাজীব-ইস্যুতে নবান্ন ঠিক কী ভাবছে ! রাজীবকে CBI-এর হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারই বা ঠিক কী চাইছে। কেনই বা DG অসত্য তথ্য জানিয়েছে CBI-কে। 34 পার্ক স্ট্রিটে হানা দিয়ে, তাই CBI এক ঢিলে অনেক পাখি মারতে চাইছে।

আরও পড়ুন-উলট পুরাণ, এক দেশ এক ভাষার বিরোধিতায় ছাত্রফ্রন্ট

 

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...