Saturday, November 15, 2025

ই-সিগারেট নিষিদ্ধ ভারতে, তবে সিগারেট-গুটখায় হাত পড়ল না!

Date:

Share post:

তামাক লবি ও সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলিরই জয় হল। কর্মসংস্থানের অজুহাতে স্বাস্থ্যহানিকর দ্রব্যগুলি নিষিদ্ধ করার পথে হাঁটল না মোদি সরকার। বরং ভারতে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করে আইটিসি-র মত সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলির পালে হাওয়া লাগাল। কারণ তরুণ প্রজন্মের মধ্যে ই-সিগারেট জনপ্রিয় হতে থাকায় সিগারেট ধূমপায়ীর সংখ্যা কমছিল। বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ছিল তামাক লবি। রাজস্ব কমছিল সরকারেরও। শেষ পর্যন্ত ই-সিগারেট অর্থাৎ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা এন্ডস নিষিদ্ধ ঘোষণা করল সরকার। সিগারেটের চেয়ে কম ক্ষতিকর বিকল্প হিসাবে এটিকে দেখা হলেও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সুপারিশ মেনে ই-সিগারেট নিষিদ্ধ করার পথে হাঁটল কেন্দ্র। বলা হয়েছে, ই-সিগারেট নিকোটিনে আসক্তি তৈরি করে। ব্যবহারকারীদের শারীরিক ক্ষতির নির্দিষ্ট তথ্য না থাকলেও দীর্ঘ ব্যবহারে বমি, কাশি, জিভে দানার মত উপসর্গ দেখা দেয়। নিষিদ্ধ হওয়ার অধ্যাদেশ জারির পর ভারতে ই-সিগারেট ব্যবসা, বিক্রি, বিপণন করলে প্রথমবার অপরাধে এক বছর জেল বা এক লক্ষ টাকা জরিমানা বা দুটোই হতে পারে। দ্বিতীয়বার ওই অপরাধের সাজা হবে তিন বছর জেল ও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

কীরকম হয় ই-সিগারেট? এটি সিগারেটের মত দেখতে একটি যন্ত্র। এই যন্ত্রে থাকে তরল নিকোটিন, যা ব্যাটারির মাধ্যমে গরম হয়ে বাষ্পে পরিণত হয়। ধূমপায়ী সেই নিকোটিনজাত বাষ্পই টেনে নেন। এদেশে ই-সিগারেট নিষিদ্ধ করার পিছনে স্বাস্থ্যের কারণকে দেখানো হলেও বাণিজ্যিক কারণটিও অতি গুরুত্বপূর্ণ। ই-সিগারেট যারা আমেরিকা, চিন থেকে আমদানি করে, ব্যবসা করে তাদের কোনও লাইসেন্স নেই। সরকারের রাজস্ব আয়ও হয়না। অন্যদিকে তামাক ব্যবহারে দেশে বছরে ন’লাখ মানুষের মৃত্যু হলেও সিগারেট, গুটখা ইত্যাদি থেকে সরকারের বার্ষিক আয় চল্লিশ হাজার কোটি টাকা। রপ্তানি বাবদ ছ’হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা আসে। তামাক শিল্পে জড়িত প্রায় সাড়ে চার কোটি মানুষের কর্মস্থান। সেজন্য স্বাস্থ্যের ক্ষতি মেনে নিয়েও বহাল থাকে সিগারেট, গুটখা, বিড়ির মত তামাকজাত পণ্য।

আরও পড়ুন-রাজীব স্যরের Distance Education

 

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...