Sunday, November 16, 2025

রাজীব “অন্তর্ধান” রহস্য: নবান্নে চাপ বাড়িয়ে একাধিক ফোন নম্বরের হদিশ পেতে চাইছে সিবিআই

Date:

ADG CID আইপিএস রাজীব কুমার খুব দক্ষ অফিসার এবং প্রযুক্তিতে পারদর্শী। তাই রাজীবের সঙ্গে পাল্লা দিতে এবং তাঁকে নাগালে পেতে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম তৈরি করেছে সিবিআই। কার্যত “ফেরার” রাজীব কুমারকে সবদিক থেকে ঘিরে ফেলতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

একইসঙ্গে রাজীব কুমার কী কারণে একাধিক ফোন নম্বর ব্যবহার করতেন, তা নিয়েও খোঁজখবর চালাচ্ছে সিবিআই।
এক্ষেত্রে তদন্তের আওতায় এসেছে রাজীবের একাধিক মোবাইল নম্বর। সরকারিভাবে অফিসারদের একটি মোবাইল নম্বর থাকে। যার খরচ দেয় প্রশাসন। এরজন্য অর্থ দফতর থেকে প্রয়োজনীয় অনুমতিও নিতে হয়। এই নম্বর সরকারিভাবে বিভিন্ন জায়গায় নথিভুক্ত থাকে। ফলে ওই নম্বরেই যোগাযোগ করেন প্রশাসনের আধিকারিকরা।

তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাজীবের একাধিক নম্বর প্রশাসনের অনেকেই নাকি জানতেন। তাঁরা ওইসব নম্বরে মাঝেমধ্যে ফোনও করতেন বলে খবর রয়েছে সিবিআইয়ের কাছে। অথচ প্রশাসনের কাছে যখন তাঁর মোবাইল নম্বরের বিষয়ে জানতে চাওয়া হয়, তখন একটি নম্বরের কথাই বলা হয়। এবং সেটি যে বন্ধ, সেকথাও জানানো হয়। অথচ তিনি যে একাধিক নম্বর ব্যবহার করেন, তা প্রশাসনের শীর্ষকর্তাদের অনেকেই জানতেন। যা খাতায়কলমে নথিভুক্ত ছিল বলে জেনেছে সিবিআই। তারপরেও কেন তা দেওয়া হল না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একটি নম্বর বাদে অন্য মোবাইলের খরচ সরকার দিত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এই সংক্রান্ত কাগজপত্র জোগাড় করা হচ্ছে। এই বিষয়টিও প্রশাসনের কাছে নতুন করে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

এদিকে আজ বৃহস্পতিবার সারদা মামলায় রাজীব কুমার সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা আলিপুর এসিজেএমের কাছে।

আরও পড়ুন-রাজীব স্যরের Distance Education

 

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version