Saturday, November 15, 2025

সকাল থেকেই তৎপরতা বেড়েছে 34 নম্বর পার্কস্ট্রিটের সামনে। এই আবাসনটি রাজ্যের এডিজি-সিআইডি রাজীব কুমারের। গত শুক্রবার হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর থেকেই এলাকায় নিরাপত্তা বাড়ায় কলকাতা পুলিশ। এরপর থেকেই দফায় দফায় সেখান আনাগোনা শুরু করে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা আনাগোনা শুরু করেন সেখানে।
বৃহস্পতিবার আদালতে যখন চলছে শুনানি, শহরের চার জায়গায় সিবিআই তল্লাশি শুরু করে। একটি দল যায় প্রাক্তন পুলিশ কমিশনারের আবাসনে। অবশ্য খালি হাতে ফিরতে হয় তাদের। আলিপুর আদালতের নির্দেশের পরেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। পার্ক স্ট্রিটের 34 নম্বর বাড়িটিকে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সকালে সিআইডির এক আধিকারিককে কিছুক্ষণের জন্য ওই বাড়িতে যেতে দেখা যায়। তিনি নাকি গত বুধবার সকালে গিয়েছিলেন রাজীব কুমারের আবাসনে। একই সঙ্গে শুক্রবার দুপুর গড়াতেই সিবিআইয়ের দুই আধিকারিক সেই আবাসনে ঢুকেছেন বলে খবর। কী কারণে বারবার সেই 34 নম্বর বাড়ির ভিতর সিবিআই এবং সিআইডির আনাগোনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বারবারই বলা হচ্ছে বাড়িতে নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। তাহলে কোন তথ্য খুঁজতে বা কোন তথ্য দিতে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা সেই বাড়িতে যাচ্ছেন এখন এই প্রশ্নই উঠছে সবমহলে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version