Tuesday, May 20, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নিগ্রহের ঘটনাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ বলে আখ্যা দিলেন রাজ্যের সংস্কৃতিজগতের বিশিষ্টরা। সিটিজেন স্পিক ইন্ডিয়া নামে এক ব্যানারে অপর্ণা সেন, অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, সুদেষ্ণা রায়, সোহাগ সেন সহ বেশ কয়েকজনের পক্ষে থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, বাবুল সুপ্রিয়র চুল ধরে টানাটানি, তাঁর চশমা চোখ থেকে খুলে নেওয়া, শার্ট ছিড়ে দেওয়া, কেন্দ্রীয় মন্ত্রীকে কার্যত ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের একটা লক্ষণ বলে মত অপর্ণা সেনেদের। এটাকে প্রতিহত করতে বাবুল সুপ্রিয় ভূমিকা এবং তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের ভূমিকারও নিন্দা করেছে এই ফোরাম। এমনকী, এ কথাও বলা হয়েছে, যে উপাচার্যের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এবং ছাত্রদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের আচরণও অশনি সংকেত। ছাত্রদের সঙ্গে আসামীর মতো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন এই বুদ্ধিজীবী। কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণের ঘটনাকে প্রায় সব রাজনৈতিক দলগুলি নিন্দা করছে। কিন্তু তথাকথিত শুধু গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বুদ্ধিজীবী মহলের এই ধরনের অতি বামপন্থাকে সমর্থন, তাদের বিচার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।

আরও পড়ুন – বাবুলের উপর হামলায় বহিরাগতযোগ; দেখুন এ কে?

Related articles

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...
Exit mobile version