উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। সেইমতো ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে তৈরি করা হয়েছে হয়েছে পরিষেবা প্রদান মঞ্চ। আজ মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে চলেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।
সোমবার উত্তরবঙ্গের পৌঁছে একগুচ্ছ ঘোষণার পাশাপাশি উন্নয়নের কাজে শিল্পোদ্যোগীদের পাশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের পক্ষ থেকে ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা ধরে উত্তরবঙ্গের প্রতিটি জেলার শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রাজ্যের তিন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া, সত্যম রায়চৌধুরী এবং রুদ্র চট্টোপাধ্যায় হাজির ছিলেন। সোমের পর মঙ্গলেও সরকারি প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদানের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান আর কোন নতুন ঘোষণা করেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–