Sunday, November 2, 2025

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

Date:

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা বাংলার মন জিতে নিয়েছে এই তরুণ ক্লাবটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাতে তৈরি হওয়া এই ক্লাব যেন বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সকলকে। দল হারলেও তারা মন জিতে নিয়েছে সকলের। গর্বিত দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে যেমন খুশি তিনি। তেমনই বাংলার দলের পাশে গোটা বঙ্গবাসীকে দাঁড়াতে দেখেও গর্বিত অভিষেক(Abhishek Banerjee)।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলা, গতকাল আমাদের গর্বিত করেছে।এটাই আমাদের প্রথম ডুরান্ড কাপ ছিল। আমার মনে হয় না কোনও নতুন অভিষেকেই ডুরান্ডে এমন পারফরম্যান্স করেছেন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের জন্য যারা প্রতিটা পদক্ষেপে এই দলের পাশে থেকেছে। তাদের সাপোর্ট, হাততালি প্রতিটা সময় ডায়মন্ডহারবার এফসিকে উদ্বুদ্ধ করেছে”।

অভিষেক আরও লেখেন, “হ্যাঁ ট্রফিটা হয়ত এবার আমরা পাইনি। কিন্তু আমাদের দলের ছেলেরা তাদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করেছিল জেতার। দ্বিতীয়বার এই ট্রফি জেতার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অনেক শুভেচ্ছা। তবে এটা শেষ নয়, শুরু। জাতীয় স্তরেও নিজেদের সেরাটা ধরে রাখার চেষ্টা করব আমরা। পশ্চিমবঙ্গ থেকে এবার ডায়মন্ডহারবার এফসিই একমাত্র দল যারা আইলিগ খেলছে”।

ডুরান্ড এখন অতীত। এখন থেকেই ডায়মন্ডহারবার এফসির পাখির চোখ আইলিগ(I league)। শেষ তিন বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলার এই দল। এবার আইলিগ জিতলেই পরেরবার আইএসএলের দড়জা খুলবে তারা। ডায়মন্ডহারবার এখন বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version