শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রাম জেলার প্রায় ১৪৯ দশমিক ৬৪ একর জমি লিজ হোল্ড থেকে ফ্রি-হোল্ডে রূপান্তরের প্রস্তাবে সিলমোহর পড়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (ডাবলিউবিআইডিসি) অধীনে থাকা এই জমি ঝাড়গ্রামের সুখনিবাসা ও খাগড়াসোল মৌজায় অবস্থিত। শিল্প সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপকে প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্প বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবারই স্পষ্ট করেছেন— রাজ্যের উন্নয়নের মূল লক্ষ্য এখন শিল্পায়ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই শিল্পে নতুন গতি আনতে মুখ্যমন্ত্রী একাধিক কমিটি গঠন করেছেন এবং চালু করেছেন ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’, যাতে উদ্যোক্তারা এক জায়গা থেকেই সব অনুমোদন ও ছাড়পত্র পেতে পারেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শিল্পে দৃশ্যমান অগ্রগতি আনতে প্রশাসন সচেষ্ট। প্রায় প্রতিটি মন্ত্রিসভার বৈঠকেই কোনও না কোনও সংস্থাকে জমি বরাদ্দ বা শিল্প প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোমবারের সিদ্ধান্তও সেই ধারাবাহিকতারই অংশ, যা রাজ্যে শিল্প বৃদ্ধির পথ আরও মসৃণ করবে বলে আশা নবান্নের।
আরও পড়ুন- ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার
_
_
_
_
_
_