রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মালগাড়িটি। সূত্রের খবর, ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময়ে একটি মালগাড়ির ইঞ্জিন ও দু’টি বগি প্ল্যাটফর্মে ধাক্কা মারে। প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন প্লাটফর্মের যাত্রীরাও।
বালিচকের স্টেশন মাস্টার জানিয়েছেন ট্র্যাক বা লাইন থেকে চাকা নামেনি। প্ল্যাটফর্মে একটি ইঞ্জিন ও দু’টি বগির ধাক্কা লাগে। সেই সময়ে স্টেশন চত্বরে কাজ চলছিল। তারাও ভয় পেয়ে যান। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেলের আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হল মালগাড়ি লাইনচ্যুত না হওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল। ফের একবার প্রশ্নের মুখে রেল সুরক্ষা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
–
–
–
–
–
–
–
–