Saturday, December 6, 2025

বাবুলের ওপর হামলাকারীদের খোঁজে নেমে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়’র ওপর আক্রমনকারীদের চিহ্নিত করার কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার বাবুলের গায়ে যারা হাত দিয়েছে, ইতিমধ্যেই তাঁদের মধ্যে 7জনকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বাকিদের তথ্য সংগ্রহের কাজ পুরোদমে চলছে। মন্ত্রী বাবুলকে যাদবপুরের ক্যাম্পাসে প্রকাশ্যেই শারীরিকভাবে নিগ্রহ করা হয়। মন্ত্রীর মাথায় চড়-থাপ্পড় মারা হয়। চুলের মুঠি ধরে মাথা ঝাঁকানো হয়। মারা হয় পিঠে। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। ভেঙ্গেছে বাবুলের চশমা। প্রতিটি ঘটনাই কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

দিল্লির নির্দেশে শুক্রবার সকাল থেকেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছেন গোয়েন্দারা।

কেন্দ্রীয় গোয়েন্দাসূত্রের খবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাবুলের চুলের মুঠি ধরে আছে এক পড়ুয়া, তেমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পড়ুয়াকে প্রথমেই চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দারা জেনেছেন, এই ছাত্রটির নাম
নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। দ্বিতীয় একটি পদবিও আছে, সেই পদবি বল্লভ। নকশাল ছাত্র সংগঠন USDF-এর সঙ্গে ছেলেটি যুক্ত। বাড়ি বর্ধমান জেলায়। বাবা চন্দনবাবু বর্ধমান টাউন স্কুলের শিক্ষক।

আরও পড়ুন – অভিযুক্ত পড়ুয়াদের ‘সমাজবিরোধীদের উপযুক্ত’ দাওয়াই দেওয়া উচিত: দিলীপ ঘোষ

দেবাঞ্জন ছাড়া আরও বেশ কয়েকজনের পরিচয় জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

এদিকে বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় কাণ্ডের সর্বশেষ তথ্য জানতে ফোনে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যপাল প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, শুধুমাত্র মন্ত্রী বাবুলকে নয়, তাঁকেও ধাক্কা দেওয়া হয়েছে। রাজ্যপালের গাড়ির ওপরও চড়াও হয়েছিলো ওই বাম-অতিবাম পড়ুয়ারা। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ঘন্টার পর ঘন্টা ধরে কেন্দ্রীয়মন্ত্রীকে যখন আটকে রাখা হয়েছিলো, তখন ঘটনাস্থলে পুলিশ দেখা যায়নি।
এদিকে বিজেপি এবং ABVP মনোভাবাপন্ন একাধিক গ্রুপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী বাবুলের ওপর হামলাকারীদের একাধিক ছবি পোস্ট করে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ওদিকে, খবর ছড়িয়ে যাওয়া মাত্রই দেবাঞ্জন চট্টোপাধ্যায় তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছে বলে ABVP-র অভিযোগ।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আরও পড়ুন – যাদবপুর নিয়ে অমিতকে নালিশ দিলীপের

spot_img

Related articles

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...

শনির সকালে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ, বাসের সঙ্গে ধাক্কা ‘একেন বাবু’র গাড়ির

মহানগরীতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চারু মার্কেটের কাছে তাঁর...

ভারতীয় সংবিধানের জনক আম্বেদকরের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবাসাহেব বা ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস...