যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় অমিত শাহকে ফোন করে নালিশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হয়। রাজ্য প্রশাসন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ দিলীপের। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে বিজেপির রাজ্য সভাপতি একটি অভিযোগপত্রও পাঠাবেন বলে বিজেপি সূত্রে খবর। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যের পুলিশ প্রশাসনের যে কাজটি করার কথা ছিল সেই কাজটি করতে হয়েছে রাজ্যপালকে।
