গ্রেফতারি এড়াতে মরিয়া রাজীব, আগাম জামিনের আবেদন আলিপুর আদালতে

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতারের বিষয়ে আদালতের টানাপোড়েন কাটছে না। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার আলিপুর আদালত জানিয়ে দিয়েছে, সারদা মামলার তদন্তে রাজীব কুমারকে চাইলেই গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্য কোনও পরোয়ানার প্রয়োজন নেই। এরপরই শুক্রবার, আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমারের আইনজীবীরা। আদালত সূত্রে খবর, শনিবার বেলা বারোটা নাগাদ এই আবেদনের শুনানি কথা।

গত শুক্রবারে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর থেকে বারাসতের স্পেশাল কোর্ট, বারাসাত জেলা আদালত থেকে শুরু করে আলিপুর এসিজেএম আদালত সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন রাজীব কুমারের আইনজীবীরা। বিপক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে সিবিআই। কোনও জায়গাতেই সুরাহা মেলেনি রাজীব কুমারের। এবার ফের আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ রাজীব কুমার।

আরও পড়ুন – আলিপুর কোর্টের রায়ে রাজীবের বিপদ বৃদ্ধি পেলেও স্বস্তিতে নবান্ন

Previous articleযাদবপুর নিয়ে অমিতকে নালিশ দিলীপের
Next articleভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক হলদিয়া পেট্রোকেমিক্যালসে