Thursday, August 28, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকেই দায়ী করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতর বক্তব্য খুবই স্পষ্ট, উপাচার্যের ভুল সিদ্ধান্ত বা দুর্বলতার কারনেই যাদবপুরে এই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত মন্ত্রীর সাফ কথা, “উপাচার্য সঠিক সময়ে পুলিশকে ডাকেননি৷ উনি পুলিশ ডাকলে, ঘটনাটা এতটা বাড়ত না৷ প্রশাসনকেও এভাবে অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে সরাসরি অভিযুক্ত করে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘‘উনি উপাচার্য ৷ ক্যাম্পাসে পুলিশ ডাকার অধিকার একমাত্র ওনার রয়েছে৷ উনি না ডাকলে মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ পাঠানোর। উনি সঠিক সময়ে পুলিশ ডাকলে ঝামেলা এতটা বাড়তেই পারতো না৷ আমাদের প্রশাসন তো সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি৷ এই ঘটনায় উনি কখনওই দায় এড়াতে পারেন না৷’’
এখানেই থামেননি সুব্রত, যাদবপুরের ঘটনার জন্য রাজ্যপাল ও বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধেও তোপ দাগেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র যাদবপুরে যাওয়া, ঘেরাও হওয়া এবং তাঁকে উদ্ধার করতে রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সবই পরিকল্পিত নাটক৷ চিত্রনাট্য আগেই তৈরি ছিলো৷ একইসঙ্গে, ঘটনায় জড়িত পড়ুয়াদের কঠোর শাস্তিরও দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী৷
সুব্রত মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ এবং প্রবীণ মন্ত্রীর এই বক্তব্যে
অস্বস্তিতে পড়েছে তৃণমূল৷ দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই প্রসঙ্গে বলেছেন, ‘‘এটা একদমই তাঁর ব্যক্তিগত মন্তব্য, দলের নয়৷’’

শুধু পঞ্চায়েত মন্ত্রীই নন, রাজ্য মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যেরই এই একই বক্তব্য। অন্য মন্ত্রীরা মুখ খুলতে না পারলেও সুব্রত মুখোপাধ্যায় তা পেরেছেন। রাজ্যের অধিকাংশ শিক্ষাবিদের বক্তব্যও একই। পুলিশ না ডাকার সিদ্ধান্ত নিয়ে উপাচার্য এতটাই
নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, যার জেরে সরকার অস্বস্তিতে পড়েছে, রাজ্যপাল, কেন্দ্রীয়মন্ত্রী জবরদস্ত প্রচার পেয়েছেন এবং বিজেপির ছাত্র সংগঠন প্রবলভাবে অস্তিত্ব জানান দিয়েছে। যাদবপুরের অধিকাংশ শিক্ষকদের বক্তব্যও প্রায় একই। তাঁদের অভিমত, “ সেদিন আরও বড় ঘটনা ঘটে যেতে পারতো। সে রকম ঘটনা ঘটলে গোটা দেশের কাছে মুখ পুড়তো যাদবপুরের। প্রতিষ্ঠানের গরিমা বজায় রাখার দায়িত্ব উপাচার্যের। তিনি সে পথে না হেঁটে প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন”।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version