রাজীবের গতিবিধি আন্দাজ করতে গাড়ির “লগ বুক”-কে হাতিয়ার করছে সিবিআই

ADG CID রাজীব কুমারের গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। রাজীব কুমার চড়তেন এমন দুটি সরকারি গাড়ির ‘লগ বুক’ ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআই কর্তাদের। যেটা অন্তরালে থাকা রাজীবের গতিবিধি আন্দাজ করার ক্ষেত্রে বড় হাতিয়ার বলেই মনে করছে সিবিআই।

মূলত, গাড়ি দুটি কোথায় কোথায় গিয়েছিল, সে বিষয়ে তথ্য জানতেই ‘লগ বুক’ সংগ্রহ করা হয়েছে। আসলে এই “লগ বুক” যাচাই করে গোয়েন্দারা বোঝার চেষ্টা করবেন রাজীব কুমার কোথায় বেশি যেতেন, কখন যেতেন, কতক্ষণ থাকতেন, কোন রাস্তা দিয়ে যেতেন ইত্যাদি ইত্যাদি।

এমনকী রাজীব কুমার ছুটিতে থাকাকালীন তাঁর সঙ্গে স্ত্রী কোনওভাবে দেখা করেছিলেন কি না, সে বিষয়েও চালকদের সঙ্গে কথা বলে সিবিআই।

আরও পড়ুন-অন্তরালে থেকেও আইনজীবীদের ফি কীভাবে মেটাচ্ছেন রাজীব? খোঁজ নিচ্ছে সিবিআই