Tuesday, August 26, 2025

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

Date:

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। শ্রম দফতর সূত্রে খবর, জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্পের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে ভিন্‌রাজ্যে কাজ করার প্রমাণপত্র জমা দিতে বলা হলেও তা বাধ্যতামূলক নয়। ফলে আশঙ্কা তৈরি হয়েছে— অনেকেই হয়তো প্রকৃত পরিযায়ী শ্রমিক না হয়েও ভাতা পেতে আবেদন করতে পারেন। এই সম্ভাবনা ঠেকাতেই প্রশাসনিক নজরদারি জোরদার করার সিদ্ধান্ত।

শ্রম দফতর জানিয়েছে, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ব্লক আধিকারিক, জনপ্রতিনিধি এবং শ্রম দফতরের কর্মীরা সমন্বয় করে কাজ করবেন। নথিপত্র ছাড়া শুধুমাত্র ‘ঘরে ফেরা’ পরিচয়ের ভিত্তিতে কোনও আবেদন যাতে গ্রহণ না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অতিরিক্ত নথিপত্র যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।

উল্লেখযোগ্যভাবে, শ্রমশ্রী প্রকল্পের আওতায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা আর্থিক সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, ঋণ সুবিধা এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। তবে ভুয়ো আবেদনকারীরা সুবিধা পেলে প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হবেন। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর ব্যবস্থা।

শ্রম দফতরের এক কর্তা বলেন, “শ্রমশ্রী মূলত তাঁদের জন্য, যারা বছরের পর বছর রাজ্যের বাইরে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেছেন এবং এখন ফিরেছেন। তাঁদের জীবনে নতুন ভরসা জোগাতেই এই প্রকল্প। সেই সুযোগ যেন কেউ অপব্যবহার না করেন, সেদিকেই আমাদের কড়া নজর থাকবে।”

আরও পড়ুন – আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version