ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। শ্রম দফতর সূত্রে খবর, জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে ভিন্রাজ্যে কাজ করার প্রমাণপত্র জমা দিতে বলা হলেও তা বাধ্যতামূলক নয়। ফলে আশঙ্কা তৈরি হয়েছে— অনেকেই হয়তো প্রকৃত পরিযায়ী শ্রমিক না হয়েও ভাতা পেতে আবেদন করতে পারেন। এই সম্ভাবনা ঠেকাতেই প্রশাসনিক নজরদারি জোরদার করার সিদ্ধান্ত।
শ্রম দফতর জানিয়েছে, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ব্লক আধিকারিক, জনপ্রতিনিধি এবং শ্রম দফতরের কর্মীরা সমন্বয় করে কাজ করবেন। নথিপত্র ছাড়া শুধুমাত্র ‘ঘরে ফেরা’ পরিচয়ের ভিত্তিতে কোনও আবেদন যাতে গ্রহণ না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অতিরিক্ত নথিপত্র যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।
উল্লেখযোগ্যভাবে, শ্রমশ্রী প্রকল্পের আওতায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা আর্থিক সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, ঋণ সুবিধা এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। তবে ভুয়ো আবেদনকারীরা সুবিধা পেলে প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হবেন। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর ব্যবস্থা।
শ্রম দফতরের এক কর্তা বলেন, “শ্রমশ্রী মূলত তাঁদের জন্য, যারা বছরের পর বছর রাজ্যের বাইরে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেছেন এবং এখন ফিরেছেন। তাঁদের জীবনে নতুন ভরসা জোগাতেই এই প্রকল্প। সেই সুযোগ যেন কেউ অপব্যবহার না করেন, সেদিকেই আমাদের কড়া নজর থাকবে।”
আরও পড়ুন – আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের
_
_
_
_
_