Tuesday, November 4, 2025

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

Date:

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ, বীরহাটা সময়স্তম্ভ এবং ঐতিহাসিক কার্জন গেট। সরকারি প্রকল্পের ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে উঠেছে জি টি রোডের ধারে ধারে।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর দু’টো নাগাদ সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই দুই জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে প্রায় শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

এই সভা থেকেই সূচনা হতে পারে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’। একই সঙ্গে বহু প্রতীক্ষিত শিল্পসেতুর শিলান্যাস এবং বর্ধমান মেডিক্যাল কলেজের নতুন ক্যাথ ল্যাবের উদ্বোধন করার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও জেলার এক হাজারেরও বেশি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

শারদোৎসবের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে জেলায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় স্তরেও চলছে ব্যাপক প্রস্তুতি। কার্জন গেট পর্যন্ত নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ঝুলেছে ব্যানার–ফেস্টুন। জননেত্রীকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় হবে কর্মী–সমর্থকদের, তাই তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব।

আরও পড়ুন – বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version