Sunday, November 16, 2025

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিল ঘিরে যোধপুর পার্কে ধুন্ধুমার

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার প্রতিবাদে আজ, সোমবার দুপুর 1টায় গোলপার্ক থেকে এবিভিপি’র মিছিল শুরু হয়। মিছিল শেষ হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে। এরপর এক প্রতিনিধিদল ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সংগঠন। উপাচার্য না থাকলে রেজিস্ট্রারকে তা দেওয়া হবে।

কিন্তু অশান্তির আশঙ্কা করে মিছিল যোধপুর পার্কে গেলে তা আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে এবিভিপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। গার্ড রেল টপকে বিশ্ব বিদ্যালয়ের দিকে যেতে চাইলে তা প্রশাসনের পক্ষ থেকে আটকে দেওয়া হয়। যদিও পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ধৈর্য দেখানো হয়েছে। তাই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে আহত হয়েছেন বেশ কয়েকজন এবিভিপি সমর্থক। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন – যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে জোড়া মিছিল, সতর্ক প্রশাসন

এই মিছিল ঘিরে অশান্তি ছড়ানোর প্রবল সম্ভাবনা ছিল, তা আঁচ করতে পেরেই আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পুলিশ, সবাই প্রস্তুত ছিল। RAF, কমব্যাট ফোর্স থেকে শুরু করে পুলিশের সবরকম বাহিনী অশান্তি আটকাতে প্রস্তুত ছিল। জলকামান, কাঁদানো গ্যাস সবই রেখেছিল পুলিশ। কিন্তু সেগুলি ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অবশেষে বিকাল সাড়ে তিনটে নাগাদ এবিভিপি তাদের কর্মসূচি শেষ করে।

আরও পড়ুন – যাদবপুরকাণ্ড: সোমবার এবিভিপির মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version