যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার প্রতিবাদে আজ, সোমবার এবিভিপি’র মিছিল। এদিন দুপুর 1টায় গোলপার্ক থেকে মিছিল শুরু হওয়ার কথা। মিছিল শেষ হবে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে।

এরপর এক প্রতিনিধিদল ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। উপাচার্য না থাকলে রেজিস্ট্রারকে তা দেওয়া হবে। মিছিলকে ঘিরে অশান্তি ছড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পুলিশ, সবাই প্রস্তুত। শোনা যাচ্ছে, ওই মিছিলকে যাদবপুর থানার আগেই আটকে দেওয়া হতে পারে।
