Friday, August 22, 2025

কোনও জিনিস যা আপনি বুঝতে পারেন, তা আপনার কাছে মূর্ত। আবার সেই জিনিসটাই যদি অন্য কেউ বুঝতে না পারে, তাহলে সেটা তার কাছে হবে বিমূর্ত। আসলে সবটাই মানুষের চেতনা ও শিক্ষার ওপর নির্ভর করে। পৃথিবীর সবকিছুই আসলে মূর্ত। বিমূর্ত বলে নাকি কিছুই হয় না।এমনই দাবি করেছেন শিল্পী পূর্ণেন্দু দে এবং তাঁর সেই দাবি তিনি ফুটিয়ে তুলেছেন দমদমপার্ক ভারতচক্রের মন্ডপসজ্জায়।

প্রায় তিন মাস ধরে চলছে এই মন্ডপ তৈরির কাজ। এখনও প্রায় দশ দিন কাজ বাকি। উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল, দমদমপার্ক ভারতচক্র। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পুরস্কারের সেরার তালিকায় এই পুজো মণ্ডপের নাম উঠে আসে। আর তাই এবার শিল্পী পূর্ণেন্দু দের হাত ধরে প্রাচীন যুগ থেকে চলে আসা মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণকে এবার মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে।

এই থিম প্রসঙ্গে দমদমপার্ক ভারতচক্র পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্জুন গুন বলেন, মূর্ত বা বিমূর্ত পুরো ব্যাপারটাই মানুষের ওপর নির্ভর করে। ধরুন, একটা  স্বস্তিক চিহ্ন যদি আপনার কাছে মূর্ত হয়, একজন বিদেশিনীর কাছে সেটা কিন্তু বিমূর্ত। কারণ, তিনি চিহ্নটা কী বা এর সম্বন্ধে কিছুই জানেন না। তো তখনই আপনার কাছে জানা সস্ত্রীক চিহ্নটা তার কাছে বিমূর্ত হয়ে উঠবে। আসলে পুরো ব্যাপারটাই একটা চেতনার অভাব ও সেই চেতনাকেই শিল্পী পূর্ণেন্দু দে এমন মন্ডপসজ্জার মাধ্যমে সকলের মনে জাগিয়ে তুলতে চেয়েছেন।’

জানা গিয়েছে, বিভিন্ন ধরনের রঙ-বেরঙের কাগজ দিয়ে এই মন্ডপ তৈরি হয়েছে। যার মধ্যে কিছু কাগজকে বিদেশ থেকেও নিয়ে আসা হয়েছে। এমনকি মণ্ডপসজ্জার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। আর মা দূর্গার অস্ত্রতেও দেখা যাবে বিভিন্ন কাগজের ছোঁয়া। মূলত, বিভিন্ন ধরনের কাগজের আকৃতি দিয়ে এই থিমকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী পূর্ণেন্দু দে। সব মিলিয়ে এবারের পুজোয় দমদমপার্ক ভারতচক্র এক অভিনব থিম সকলের সামনে তুলে ধরতে চলেছেন, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version