লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে অমিত শাহ-সহ শীর্ষ নেতাদের সভা সমাবেশ করা নিয়ে বিস্তর বেগ পেতে হয়েছে বিজেপিকে। কিন্তু এ বার আর কোনও সমস্যাই হল না। এক বাক্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার অনুমতি দিয়ে দিল রাজ্য।
মহালয়ার দিন শহরে পা রাখবেন অমিত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা তাঁর।
লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজ্য সরকারের সঙ্গে সভাসমাবেশের অনুমতি নিয়ে বিজেপির সংঘাত চরমে। কখনও আইনশৃঙ্খলার কারণে, কখনও আগে থেকেই ওই জায়গায় অন্য সংগঠনের সভা রয়েছে বলে দাবি করে আবেদন নামঞ্জুর করা হয়েছে।
