লোকাল ট্রেন পরিষেবাও আংশিকভাবে বেসরকারি সংস্থাকে দিতে চাইছে রেল

দেশের লোকাল ট্রেন পরিষেবাকেও আংশিকভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে রেল।
নরেন্দ্র মোদি সরকার প্রথম ধাপে লখনউ-নয়াদিল্লি, মুম্বই-আমদাবাদ রুটে তেজসের মতো ট্রেন চালানো, এমনকি টিকিটের দাম ঠিক করার দায়িত্বও তুলে দিয়েছে আইআরসিটিসি-র হাতে। পরবর্তী ধাপে আন্তঃশহর (ইন্টারসিটি) 14টি, দূরপাল্লার 10টি ও শহরতলির 4টি লোকাল ট্রেন পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে রেল।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleফের সক্রিয় বর্ষা, সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা