এনআরসি নিয়ে এবার সরব বামেরাও, মালদহের পথে বিক্ষোভ অশোকের

এনআরসি নিয়ে এবার পথে নামল বামেরাও। বুধবার, মালদায় পথসভা করেন সিপিএম বিধায়ক তথা নেতা অশোক ভট্টাচার্য। এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় এনআরসি হতে দেবে না তাঁদের দল। এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তাঁর অভিযোগ, দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় আসছেন কীভাবে রাজ্যে এনআরসি চালু করা যায় তারই ফিকির খুঁজতে এনআরসির প্রতিবাদে বামেরা পথে নেবে বিক্ষোভ আন্দোলন করবে বলেও সভা থেকে জানিয়েছেন অশোক ভট্টচার্য এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির নেতা সহ স্থানীয় বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করছে স্পাইসজেট

Previous articleঅণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করছে স্পাইসজেট
Next articleসুইডিশ তরুণীকে সমর্থন করায় ট্রোলড হলেন রোহিত