খেলার মাঠ বাঁচানোর দাবিতে বিক্ষোভ

খেলার মাঠ দখল করছে প্রোমোটার। এই অভিয়োগে বৃষ্টি মাথায় প্রতিবাদ এলাকার বাসিন্দাদের। বাঁচাতে হবে সবুজ, সেই কারণেই মাঠ বাঁচাতে বৃষ্টি উপেক্ষা করেই পথে নামেন হুগলির কোন্নগর পুরসভার হাতিরকুল এলাকার বাসিন্দারা। বৃষ্টির মধ্যেই বল নিয়ে মাঠে খেলতে নামে তরুণরা। এলাকাবাসীর দাবি, গত পঞ্চাশ বছর ধরে এই মাঠে খেলাধুলো করছে স্থানীয়রা। বহু স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে। অন্যদিকে, মাঠ অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিক বাধা পান। পুলিশের হস্তক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন – রেশন ও ভোটার কার্ডে নাম তুলতে জেলায় ভুয়ো এজেন্ট চক্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

Previous articleরেশন ও ভোটার কার্ডে নাম তুলতে জেলায় ভুয়ো এজেন্ট চক্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর
Next articleবৃহস্পতিবার ফের রাজীব মামলার শুনানি, তবে রক্ষাকবচ নেই