Sunday, August 24, 2025

ক্রিকেটকে ‘আলভিদা’ জানানোর এত মাস পরেও অভিযোগের সুর যুবির গলায়

Date:

যখন ইংল্যান্ডের মাটিতে কোহলিরা বিশ্বকাপ খেলছিলেন, তখন হঠাতই দেশে বসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যুবরাজ সিং। বেশ অভিমানী হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করেছিল ক্রিকেটমহলের একাংশ। আর এবার অবসর নেওয়ার বেশ কয়েক মাস পর তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন যুবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ এই প্রসঙ্গে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমি 8-9টা ম্যাচ খেলেছি। সেগুলির মধ্যে দুটিতে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েও বাদ পড়তে হবে, তা কখনও ভাবতে পারিনি। আমি চোট পেয়েছিলাম। তবুও আমাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এরপর হঠাৎ করেই ইয়ো ইয়ো টেস্টের বিষয়টা আসে। আমি এই টেস্টে পাশও করি। কিন্তু তাও আমায় হঠাৎ ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়। আসলে ওরা ভেবেছিল 36 বছর বয়স হয়ে যাওয়ায় আমি ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে পারব না, আর ওরা আমাকে সহজে বাদ দেওয়ার একটা অজুহাত পাবে। কিন্তু আমি পাশ করে যাওয়ায় ওরা আমাকে ঘরোয়া ক্রিকেটে পাঠিয়ে দেয়। আসলে ওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমায় বাদ দেওয়ার আগাম পরিকল্পনা করেছিল।’ এভাবেই তাঁকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েচিল বলে অভিযোগ করেছেন যুবি।

আরও পড়ুন – ধোনির পাশে দাঁড়ালেন যুবরাজ

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version