এবার পুজোর সময় কলকাতায় তন্তুজের শোরুম খোলা থাকছে। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ এমনটাই জানিয়েছেন। পুজোর সময় কলকাতায় বহু দর্শনার্থী আসেন। পূজা কার্নিভাল দেখতে আসেন অনেকে । তাঁদের কথা ভেবে পার্ক স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, গোলপার্ক, সল্টলেক-সহ সব শোরুম খোলা থাকছে।

শহরের বাইরে একমাত্র খোলা থাকবে হুগলির উত্তরপাড়ার শোরুম। সবার ছুটি থাকলেও তন্তুজের কর্মীদের পুজোর ছুটি নেই। তাঁতের হাটে গত বছরের থেকেও বেশি বিক্রি হয়েছে। বিক্রি বেড়েছে শোরুমগুলির। বাম আমলে লোকসানে চলা তন্তুজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে লাভের মুখ দেখেছে।
