Monday, December 29, 2025

তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি। দু’দলের সম্পর্ক বা পরস্পরের প্রতি করা মন্তব্য অনেক সময়েই শালীনতার সীমা ছাড়িয়েছে। দুই দলের মধ্যে থাকা সুবিধাবাদী গোষ্ঠী ছাড়া কেউ কাউকে সহ্যই করতে পারেনা, পাশে বসা তো দূরের কথা।

অথচ নজিরবিহীন একটি আমন্ত্রণপত্র রাজ্য রাজনীতির চালচিত্রে নতুন রং লাগিয়ে দিয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের য দুর্গাপুজোর উদ্বোধন করবেন। শাহের আসা নিয়ে অবশ্য চালাকি করেছেন উদ্যোক্তরা। শহর প্রায় ছেয়ে ফেলা ফ্লেক্সে দেখা যাচ্ছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।

চমকটা এখানে নয়। আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধান অতিথি, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বিশেষ অতিথি বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বাম আমলে বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকা বিশ্বজীবন মজুমদারের নামও আছে। আছেন তৃণমূল কাউন্সিলর তুলসি সিনহা রায়ও।

এই কার্ডই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। আলোচনার বিষয়বস্তু একটাই, অনুষ্ঠানে যেহেতু ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ আসছেন, এবং কোথাও বিজেপির নামগন্ধ নেই, সেক্ষেত্রে কি সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী মঞ্চে উঠে শাহের পাশে বসবেন? দু’তরফই কি না-বলা কোনও ঐক্য-বার্তা দিতে চলেছে ? অনুষ্ঠানে তাঁরা থাকবেন কি’না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি সুজিত-কৃষ্ণা। তবে না গেলে প্রোটোকল অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদাহানি হবে কি’না, সেটাই এখন দেখা হচ্ছে।

spot_img

Related articles

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...