যাদবপুরে সিপিএমের স্টল তৈরি প্রায় শেষ, ঢালাও বইসম্ভার

যাদবপুর 8বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শারদস্টল তৈরি প্রায় শেষ। বুধবার উদ্বোধন। এটি বৃহত্তম স্টল। মার্কসবাদী সাহিত্য ছাড়াও নানা ধরণের বই থাকে। রীতিমত আকর্ষণীয় স্টল। কমরেড সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহকর্মীদের উদ্যোগে রাতভর কাজ চলেছে। শুধু সিপিআইএম বা বাম সমর্থক নন, যে কোন বইপ্রেমীর আদর্শ ঠিকানা হবে এই স্টলটি।