Saturday, November 1, 2025

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

Date:

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের দাবি, মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে ভিত্তিহীন মন্তব্য করে বিভ্রান্তি ছড়িয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তাঁর বক্তব্যে বলা হয়েছিল, অভয়ার শরীরে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গিয়েছে। যদিও চিকিৎসা মহল স্পষ্ট জানায়, বীর্য কখনও গ্রামে মাপা হয় না, তা মিলিলিটারে নির্ধারণ করা হয়। তাছাড়া কোনও নারীর শরীরে এত পরিমাণ বীর্য একসঙ্গে থাকা সম্ভব নয়।

পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য ছড়ানো এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে ডাঃ সুবর্ণ গোস্বামীকে আগামী ২ সেপ্টেম্বর বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধারায় নোটিশ পেয়েছেন ডাঃ মানস গুমটা, তাঁকে ৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত পুলিশি অনুমতি ছাড়া মিছিল করেন বাম, অতিবাম এবং গেরুয়া শিবিরের চিকিৎসকদের একাংশ। এই ঘটনাতেও আইনভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বেআইনি জমায়েত বা পদক্ষেপে যদি সাধারণ মানুষের ভোগান্তি হয় তবে পুলিশ ব্যবস্থা নেবে।

আরজি কর কাণ্ডের সময়ে ডাঃ সুবর্ণ গোস্বামীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। চিকিৎসা মহলের একাংশের মতে, এই ধরনের ভুয়ো দাবি রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

আরও পড়ুন – দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version