ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (Dev) এবং তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দুজনেই মুখোমুখি পড়ে করমর্দন করে সৌজন্য বিনিময় সারেন। অরূপ দুজনের হাত ধরে ঘোষণা করেন, “যুদ্ধবিরতি হয়ে গেল।” দেব রসিকতা করে বলেন, “আমার পেছনে আর কতদিন লাগবে কুণালদা?” কুণাল পাল্টা রসিকতায় জবাব দেন, “আরে পেছনে লাগতে গেলে তো একটা গুরুত্বপূর্ণ পেছন চাই!”

অরূপ এরপর সকলকে মঞ্চে নিয়ে যান। ঘোষণা করেন, “কুণাল ঘোষ সিনেমা (Film) জগতে এসেছেন, অভিনয় করছেন। তাই ইন্ডাস্ট্রির তরফ থেকে ওঁকে ফুল দিয়ে স্বাগত জানাবেন দেব।” দেব পুষ্পস্তবক দেন কুণালকে।
আরও পড়ুন: পুজোর ছবি মুক্তির তরজার জের! বড়দিনে বক্সঅফিসে দেব বনাম উইন্ডোজ লড়াই নয়
তারপর দুজনেই বক্তব্যে দুজনের প্রশংসা করেন। আগাগোড়া বিষয়টি উপভোগ করেন সুপারস্টার জিৎ (Jeet)। ছিলেন শ্রীকান্ত মোহতা, আবীর, শিবপ্রসাদ, জিনিয়া, ইন্দ্রদীপ, হরনাথ, অতনু রায়চৌধুরী, নীলরতন দত্ত প্রমুখ। ফেডারেশনের পক্ষ থেকে কলাকুশলীদের কল্যাণে একাধিক পদক্ষেপ ঘোষণা হয়।
–
–
–
–
–
–