জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি পেশের বিভ্রান্তি। অন্যদিকে জটিল এসআইআর (SIR) পদ্ধতি। বাংলায় এমন সময়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে যখন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তরবঙ্গ (North Bengal)। দুর্যোগের মোকাবিলার পাশাপাশি রুটিরুজির সন্ধানে জেরবার চা বাগানের শ্রমিকদের এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য শুক্রবারের ভার্চুয়াল বৈঠক (virtual meeting) থেকে কড়া নির্দেশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পর্ব ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপ। সেই পর্বে যাতে কোনও সমস্যা চাবাগানের শ্রমিকদের না হয়, তার জন্য অভিষেক দায়িত্ব দেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইককে (Prakash Chik Baraik)। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বারবার দলের সবস্তরের নেতা কর্মীদের তিনমাস রাস্তায় থাকার নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রসঙ্গে নির্দেশ দিতে গিয়ে বিশেষভাবে উল্লেখ করেন চা বাগানের শ্রমিকদের কথা। সেখানেই সাংসদ বরাইককে নির্দেশ দেন, প্রত্যেক চা শ্রমিকের (tea garden worker) বাড়ি বাড়ি যেতে হবে। স্থানীয় বিএলএ-দের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যেও এই একই নির্দেশ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
আরও পড়ুন: বিএলও-দের ছায়াসঙ্গী হোন: ফর্ম ফিলাপ পর্বে স্পষ্ট নির্দেশ অভিষেকের
ফর্ম ফিলাপকেই যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল, এদিনের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই একজন চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে ন্যায্য ভোটার হিসাবে ইনিউমারেশন ফর্ম ফিলাপে বাদ না পড়েন, তা নিয়ে কড়া বার্তা দেন তিনি।
–
–
–
–
–
–