স্টিং অপারেশনে বিস্ফোরক মদন, অস্বস্তিতে তৃণমূল

স্টিং অপারেশনে তৃণমূল নেতা মদন মিত্র বিস্ফোরক বয়ানে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক টিভির একটি স্টিং অপারেশনে দলের দুর্নীতি, জয়শ্রী রাম স্লোগানের বিরোধিতা সহ দিদিকে বলো কর্মসূচির সমালোচনা করে মদন কার্যত দলকেই কাঠগড়ায় তুলে এনেছেন। আর সে নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল।

স্টিং অপারেশনে চা খেতে খেতে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। মদনের বক্তব্য, দলে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ভোটে প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। তাঁর দাবি, হেরে যাওয়ার ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই করতে গিয়ে ১৫০ জনকে খুন করা হয়েছে। পুলিশই এখন দল চালাচ্ছে। কোথাও ভোট হলে পুলিশ ফোন করে আমাদের জানায়। পুলিশকে পুরোপুরি নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন – পুজোয় টালা ব্রিজে বাস চলবে না, নবান্নে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

জয়শ্রী রাম স্লোগান শুনে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া প্রসঙ্গে মদন বলেছেন, মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর বিরুদ্ধে একটি শক্তিশালী স্লোগান রাজ্যে উঠে আসছে। সেটা সহ্য করতে না পেরেই তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়া কী মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য? মদনের জবাব, মুসলিম ভোট নয়, বেসিক ভোট ব্যাঙ্ক হারানোর ভয়েই এই প্রতিক্রিয়া। আমি ভবানীপুরে রামকথা অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু দলের বিরোধিতায় কর্মসূচি থেকে সরে আসি।

দিদিকে বলো কর্মসূচি নিয়েও মদন সমালোচনা করেছেন। মদনের কথায়, বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায়, ফোন কভারে মুখ্যমন্ত্রীর এত ছবি মানুষ পছন্দ করছেন না। এটা পাল্টা ক্ষতি করছে তৃণমূল কংগ্রেসেরই।

আরও পড়ুন – পুজোয় টালা ব্রিজে বাস চলাচল ও বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠক