উচ্চ প্রাথমিকের তালিকা পুজোর আগেই

কলকাতা হাই কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের মেধাতালিকা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীদের একটি মামলার পরিপ্রেক্ষিতে কোর্টের এই রায়। অভিযোগ ছিল, মেধাতালিকায় প্রচুর বেনিয়ম হয়েছে। স্কুল সার্ভিস তা অস্বীকার করে। কিন্তু কমিশনের দাবি উড়িয়ে দিয়ে কোর্ট বলেছে, স্বচ্ছ্বতার সঙ্গে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে।

২০১৫-র অগাস্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ২০১৬ সালে পরীক্ষার ফল বের হয়। কিন্তু তারপর মামলা। দু’বছর পর ২০১৮ সালে ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন পর্ব শুরু করে স্কুল শিক্ষা কমিশন৷ ২০১৯ সাল থেকে শুরু হয় ইন্টারভিউ। হয় কাউন্সিলিংও।

আরও পড়ুন – এনআরসির প্রতিবাদে অমিত শাহর সামনে বিক্ষোভ! আটক বাম নেতা