অমিত শাহর প্রাকপুজো সফর আদৌ কতটা প্রভাব ফেলল?

1) অমিত শাহ ভাষণ শুরুর সময় অর্ধেক লোক উঠে গেছে।
2) অমিতের ভাষণে স্পষ্ট, এন আর সি নিয়ে বাংলায় জনমানসে বিরূপতা, বিজেপি সাবধান হচ্ছে।
3) এন আর সি নিয়ে স্পষ্ট হিন্দু-মুসলমান ভাগে সমাজে লাভ হচ্ছে কি?
4) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় মঞ্চে এমন ব্যক্তি, যার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে।
5) বিজেপির সর্বভারতীয় সভাপতির সভায় নজর কাড়তে হাতিয়ার দলবদল।
6) অমিত শাহর ভাষণে তৃণমূল বিরোধিতার কড়া সুর নেই।
7) অমিত শাহকে নিয়ে যাওয়ার মত কোনো পুজোয় জড়িত নন বিজেপির রাজ্য শীর্ষনেতারা। পুজো খুঁজতে হয়েছে দৃষ্টিকটূভাবে।
8) অমিতের মঞ্চে বেশ কিছু ব্যর্থ মুখ।
9) শহরের যে বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল, অনেকেই যান নি।
10) পুজোর মুখে কোনো রাজনৈতিক সভা হলে মানুষ প্রভাবিত হন কম। পুজোর তোড়ে ভেসে যায়।