পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত

পেঁয়াজের ঘাটতি কমানোর জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া হল। কাঠমাণ্ডু থেকে কলম্বো, সর্বত্রই পিঁয়াজের দাম আগুন।

২০১৮-১৯ সালের আর্থিক বছরে প্রায় ২২ লক্ষ টন পেঁয়াজ রফতানি করেছিল ভারত। দেশের বাজারে যাতে পেঁয়াজের ঘাটতি না দেখা দেয়, সেই কারণে রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে।

Previous articleউৎসবের মহানগরীতে বাড়তি নজর
Next articleযাদবপুর 8বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শারদস্টলে উপচে পড়ছে ভিড়