গত কয়েক বছরে যা ঘটনা ঘটেছে, তা দেখলে গান্ধীজিও মর্মাহত হতেন, বললেন সোনিয়া

বুধবার, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে মোদি সরকারকে তুলোধনা করলেন ইউপিএ-এর চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

এ দিন সোনিয়া বলেন, গত কয়েক বছরে যে ঘটনা ঘটে চলেছে, তা দেখলে গান্ধীজিও মর্মাহত হতেন।

কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী বলেন, যাঁরা মিথ্যের রাজনীতি করেন, তাঁরা গান্ধীর অহিংস মতার্দশ বুঝতে পারবেন না। সনিয়ার পাশাপাশি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও বঢরাকেও মোদি সরকারের সমালোচনা করতে দেখা যায়। প্রিয়াঙ্কা বলেন, “সত্যের সন্ধান করাই ছিল গান্ধীর নির্দেশ। বিজেপি আগে সেই সত্যের সন্ধান করুক, পরে তাঁর সম্বন্ধে কথা বলা উচিত।”

প্রসঙ্গত, গান্ধীজির এই জন্ম সার্ধ শতবর্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে মোদি সরকার। স্বচ্ছ ভারত-প্ল্যাস্টিক মুক্ত ভারত তৈরিতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করা হয়েছে। সচেতনতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীই। মহাত্মা গান্ধীর এই জন্ম বার্ষিকীকে সামনে রেখেই নানা প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। মোদি সরকারের এইরকম কর্মসূচিকে ‘মিথ্যেবাদীর রাজনীতি’ বলে কটাক্ষ করেন সোনিয়া।